২ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার সেশ দিন। যদিও এ সময় বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়ে বলেন, ‘আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়ানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।’
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ডিআরইউ ও গোল্ডেন বাংলাদেশের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী ‘টিআইএন ও আয়কর রিটার্ন ফিলাপ’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
অর্থ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মানুষ যাতে সহজে আয়কর দিতে পারে সেজন্য সরকার আয়কর ফরমে পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে।’
ডিআরইউ’র সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ডিআরইউ’র সাধারণ সম্পাদক ইলিয়াস খান, গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম, ডিআরইউ’র অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুরসালীন নোমানী বক্তৃতা করেন। এ সময় ডিআরইউ’র দফতর সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন, ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকন ও সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আয়কর সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে ভীতি রয়েছে তা দূর করার বিষয়েও উদ্যোগ নেয়া হচ্ছে। আয়কর প্রত্যয়নপত্র যাতে সহজে গ্রাহকের হাতে পৌছানো যায় সে বিষয়ে রাজস্ব বোর্ডে চেয়ারম্যানসহ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করা হবে।’