দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের উদ্যোগে বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে এবার নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ মসজিদ।
নির্মিতব্য ১০ তলাবিশিষ্ট এই মসজিদে প্রায় ১ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোয়া এক লাখ বর্গফুটের অনন্য এই মসজিদটির নামকরন করা হয়েছে ‘বসুন্ধরা কেন্দ্রীয় মসজিদ’।
গতকাল শুক্রবার বাদ জুমা এ মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের তথ্য ও গণমাধ্যম উপদেষ্টা আবু তৈয়ব, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) প্রকৌশলী আবুল কালাম শামীম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ভূমি) তৌহিদুল ইসলাম, নির্বাহী পরিচালক (হিসাব ও অর্থ) ইমরুল হাসান প্রমুখ।
মসজিদ ভবন নির্মাণকাজের উদ্বোধনের আগে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বসুন্ধরা ইসলামিক রিচার্স সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান।
মসজিদের উদ্যোক্তারা আরও জানিয়েছেন, একই কমপ্লেক্সে মসজিদের পাশাপাশি কবরস্থান ও ঈদগাহ নির্মাণ করা হবে।
তিন বছরের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত এ মসজিদের নির্মাণকাজ শেষ হবে। মসজিদে থাকবে ১২০ মিটার উচ্চতার একটি মিনার। এ মিনার তৈরিতে ব্যবহার করা হবে কষ্টি পাথর। পুরো বসুন্ধরা এলাকায় আরও ৫০টি মসজিদ নির্মাণের জায়গা রাখা হয়েছে। মসজিদ নির্মাণের এ কাজ বাস্তবায়ন করবে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড।