আমেরিকায় আগামী ২ নভেম্বর রবিবার ভোর রাত ২টার সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে ১টা বাজাতে হবে।
কারণ ঐ সময় থেকে যুক্তরাষ্ট্রে পাশ হওয়া ডে লাইট সেভিংস টাইমের সময়সীমা শেষ হয়ে যাবে এবং শুরু হবে স্ট্যান্ডার্ড টাইমটেবল।
স্ট্যান্ডার্ড সময়সূচি চালুর পর নিউইয়র্কে যখন রাত ১২টা বাজবে, ঢাকায় তখন হবে সকাল ১১টা।
এর আগে মার্চের দ্বিতীয় রবিবার ভোর রাত ১টার সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেয়া হয়েছিল দিনের আলোকে কাজে লাগানোর অভিপ্রায়ে।
উল্লেখ্য, ২০০৫ সালে যুক্তরাষ্ট্র কংগ্রেসে পাশ হওয়া একটি বিলের পরিপ্রেক্ষিতে নতুন এ সময়সূচি কার্যকর হয়েছে ২০০৭ সালের মার্চ থেকে।