১লা নভেম্বর থেকে ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরকে ডাকা হবে বা পরিচিতি পাবে আনুষ্ঠানিকভাবে ‘বেঙ্গালুরু’ হিসেবে। শুধু ব্যাঙ্গালুর নয়, রাজ্যের আরো ১১টি শহরের নতুন নামকরণ করা হয়েছে। ৩১শে অক্টোবর সন্ধ্যায় কর্ণাটক রাজ্য সরকার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে। ব্যাঙ্গালুর-ই হচ্ছে দেশটির সর্বশেষ রাজধানী শহর যার নাম পরিবর্তন হলো। খবর টাইমস অব ইন্ডিয়ারকর্ণাটকের রাজধানীসহ ১২টি শহরের নাম পরিবর্তন হলেও ইউনিভার্সিটি অব মাইসোর’র মতো রাজ্যটির বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাথমিক [অরিজিনাল] নাম বজায় থাকবে বলেই আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ৪০ বছরের দীর্ঘ লড়াই শেষে ১৯৯৫ সালে বম্বের নাম পরিবর্তিত হয়ে হয়েছিল মুম্বাই; ১৯৯৬ সালে মাদ্রাজের নাম হয় চেন্নাই; ক্যালকাটা পরিবর্তিত হয়ে কলকাতা হয় ২০০১ সালে; ২০০৬ সালে পণ্ডিচেরির নাম হয় পুডুচেরি, পুনা’র নাম পুনে হয় ২০০৮ সালে এবং ওরিষ্যার নাম পরিবর্তিত হয়ে ওড়িশা হয় ২০১১ সালে।