পুরুষের খেলা দেখার অপরাধে সাজাপ্রাপ্ত ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নারী গোনচেহ গাভামি আমরণ অনশন করছেন।
তেহরানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের খেলা দেখতে যাওয়ার অপরাধে তাকে এক বছরের কারাদণ্ড দেন ইরানের একটি আদালত। এর প্রতিবাদে তিনি অনশন করছেন বলে তার পরিবার জানিয়েছে।
সাজাপ্রাপ্তের মা বিবিসিকে জানান, ‘কথিত অপরাধের দায়ে পাওয়া সাজার প্রতিবাদের অংশ হিসেবে গোনচেহ গাভামি অনশন করছেন।’
গাভামির আইনজীবী জানিয়েছেন, অভিযুক্ত নারীকে এক বছর কারাগারে থাকতে হবে। যদিও ইরানের কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছু বলেনি।
তবে দেশটির সরকারি আইনজীবীরা জানিয়েছেন, গাভামি ইরানি সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়েছেন। এ প্রমাণ তারা পেয়েছে।
২০ জুনে তেহরান স্টেডিয়ামে অনুষ্ঠিত ইরান ও ইতালির মধ্যকার ভবিলব ম্যাচ দেখার অপরাধে ২৫ বছর বয়সি গোনচেহ গাভামিকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
সূত্র : বিবিসি