এক হাজার রানের অনন্য গৌরব অর্জন করেছেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক।
বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে ৩০.৩ ওভারে মুশাঙ্গুয়ের বলে এক রান নিয়ে এক হাজার রান পূর্ণ করেন তিনি। ততক্ষণে তার ঝুলিতে জমা ছিল ৩৫ রান। এই মাইলফলকে ছুঁতে মোট ১১ টেস্টে ২১ ইনিংস খেলেছেন কক্সবাজারের এই কৃতি সন্তান।
এর আগে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ছিলেন দ্রুততম হাজার রানের মালিক। বাশার হাজার রান পূরণ করতে খেলেছিলেন ১৬ টেস্ট।
এর মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশের দ্রুততম এক হাজার রানের ক্লাবেযোগ দিলেন মুমিনুল। এই ক্লাবে তার অবস্থান তৃতীয়, যার উপরে আছেন যথাক্রমে ভারতের সুনীল গাভাস্কার ও পূজারা।
২য় এই টেস্টে মুমিনুল ৯৭ বলে ৫৪ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হয়ে যান।