ভারত ও পাকিস্তান, উপমহাদেশের দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। একাধিকবার যুদ্ধেও জড়িয়েছে দুই দেশ। সীমান্তে উত্তেজনা প্রায় নিত্যনৈমিত্তিক। ভোটের মাঠে জিততেও চাই প্রতিদ্বন্দ্বী দেশের প্রতি তীব্র আক্রমণ।
দীর্ঘদিনের আক্রমণাত্মক সংস্কৃতির বাইরে গিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)- এর প্রধান ইমরান খান। তিনি মোদিকে বিশ্বস্ত মানুষ হিসেবেও আখ্যায়িত করেন।
বৃহস্পতিবার ইমরান বলেন, ‘তার (মোদি) সম্পর্কে আপনি যাই বলেন না কেন, তিনি একজন বিশ্বস্ত মানুষ।’
বিদেশের ব্যাংকে থাকা ভারতের কালো অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে দৃঢ় পদক্ষেপের কারণেই মোদির এমন প্রশংসা করেন পাকিস্তানের এ বিরোধীদলীয় রাজনীতিক।
বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে পাকিস্তানেও ভারতের অনুরূপ পদক্ষেপ দাবি করেন পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।