‘বিএনপি-জামায়াত দেশ ও দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। অার তিনি (খালেদা জিয়া), তার হাতে শুধু রক্তই নয়, অাগুনও আছে। যার তাণ্ডবে ৬৪ জন চালককে অাগুনে পুড়িয়ে মারা হয়েছে।‘
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ অাওয়ামী মটর চালক লীগ অায়োজিত ‘শহীদ নূর হোসেন দিবস‘ উপলক্ষে এক দোয়া ও অালোচনাসভায় এমন মন্তব্য করেন অাওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সম্প্রতি খালেদা জিয়ার উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে তিনি বলেন, “তিনি (খালেদা জিয়া) বলেছেন অামি প্রধানমন্ত্রী হতে চাই না‘। অার কিছু দিন পর তিনি বলবেন ‘অামি রাজনীতি করতে চাই না‘। তাই তিনি যেদিন রাজনীতি ছেড়ে দেবেন অামি সেদিন অাপনাদের অভিনন্দন জানাবো।”
সাবেক মন্ত্রী বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে অারও বলেন, ‘যারা চালকদের পুড়িয়ে হত্যা করে তাদের গাড়ি অাপনারা চালাবেন না। তারা মানবতার বিরোধী।‘
ড. হাছান মাহামুদ আরও বলেন, ‘সেদিন যারা নূর হোসেনকে হত্যা করে ছিল তাদের চেয়ে বেশি হিংস্র বিএনপি-জামায়াত। তারা অাপনাদের চালক ভাইদের হত্যা করে এর প্রমাণ রেখেছে।‘
সংগঠনের সভাপতি নূর হোসেনের বড় ভাই মো. অালী হোসেনের সভাপতিত্বে অারও বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. কাউসার মোল্লা, অাওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক সৈয়দ অাব্দুল অাউয়াল শামীম, সংগঠনের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনীর প্রমুখ।