ঢাকাঃ তথ্য বিনিময়ের মাধ্যমে সরকারের সাথে জন সম্পৃক্ততা বাড়াতে নিজ নামে ওয়েবসাইট খুলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এর মাধ্যমে সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি নিজের তথ্য প্রকাশ ও জনগনের সাথে তথ্য বিনিময় করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে তথ্যমন্ত্রী নিজেই এ ওয়েবসাইটের www.hasanulhaqinu.info উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের আলাদা ওয়েবসাইট থাকা সত্ত্বেও সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন, জনগনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি তথ্যমন্ত্রী হিসেবে এবং নিজের রাজনৈতিক দল জাসদ এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হবে এই ওয়েবসাইটে।
বাংলা এবং ইংরেজী দুটি ভার্সনেই এ ওয়েবসাইটটি পরিচালিত হবে।