রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ে নিয়ে কম আলোচনা আর সমালোচনা হয়নি। এখনো সেই আলোচনা সমালোচনার রেশ কাটেনি। নেট দুনিয়া থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান, খাবার টেবিল আর বন্ধুদের আড্ডার একটাই আলোচনার বিষয় ছিল ‘রেলমন্ত্রীর বিয়ে’।
অনেকেই বলে থাকেন, এই বিয়ে কাণ্ড ঘটিয়ে রেলমন্ত্রী রাতারাতি জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন সারা দেশে। এবার শোনা যাচ্ছে রেলমন্ত্রীর এই বিয়ের ঘটনা উঠে আসছে সেলুলয়েডের রঙ্গিন ফিতা।
অর্থাৎ নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র, নাম হবে ‘মন্ত্রীর বিয়ে‘, যা নির্মাণ করবেন পরিচালক জি. সরকার।
এই ছবিটি নাকি প্রযোজনা করবেন আবুল হোসেন মজুমদার। আগামী সপ্তাহে এফডিসিতে ‘মন্ত্রীর বিয়ে’ নামে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। তবে এখনো এ ছবির পাত্র-পাত্রী নির্বাচন হয়নি।
পরিচালক জি. সরকার গণমাধ্যমকে জানান, “কে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে মন্ত্রীর চরিত্রে আলমগীর ও তাঁর স্ত্রী চরিত্রে পরীমনির কথা ভাবা হচ্ছে। তাঁরা রাজি থাকলে এ চরিত্রে তাঁদেরকেই নেওয়া হবে।”
এ বিষয়ে পরীমনি গণমাধ্যমকে বলেন, “এখন পর্যন্ত জি. সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো প্রস্তাব পাইনি। অভিনয় করব কি না সেটা পরের বিষয়, আগে প্রস্তাব রাখুক।”
অন্যদিকে, অভিনেতা আলমগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
গত ৩১ অক্টোবর কুমিল্লার চান্দিনার মিরাখলা গ্রামের ২৯ বছর বয়সী মেয়ে এডভোকেট হনুফা আক্তার রিক্তাকে ৫ লাখ ১ টাকা দেন-মোহরানায় বিয়ে করেন বর্তমান সরকারের ৬৭ বছর বয়সী রেলমন্ত্রী মুজিবুল হক। এদিকে আগামী ১৪ নভেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের ২ নম্বর এলইডি হলে অনুষ্ঠিত হবে মন্ত্রীর বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান।