ঢাকা : তালেবানি ধাঁচে বাংলাদেশ ও ভারত সীমান্তের কয়েকটি জেলা দখল করে ইসলামিক স্টেট অব বাংলাদেশ (আইএসবি) গঠনের পরিকল্পনায় কাজ করেছিল জামাত উল মুজাহিদিন (জেএমবি)’র জঙ্গিরা।
ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)’র হাতে আটক জেএমবির অন্যতম মাথা সাজিদ ওরফে মাসুদ রানা এনআইএ’র জিজ্ঞাসাবাদে এ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
প্রথম ধাপে তালিবানি ধাঁচে বাংলাদেশের বৃহত্তম রাজশাহি জেলা নিজেদের দখলে নেওয়ার চেষ্টা এবং পরবর্তীতে সীমান্তবর্তী ভারতের তিন জেলা মালদহ, মুর্শিদাবাদ এবং নদিয়াকে দ্রুত নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভূক্ত করার পরিকল্পনা ছিল জেএমবি’র।
ভারতীয় গণমাধ্যমে এনআইএ’র এক কর্মকর্তা বলেছেন, ‘এনআইএ সাজিদের কাছ থেকে পাওয়া তথ্য বাংলাদেশে আটক জেএমবি’র অন্য সদস্যদের তথ্যের সাথে মিলিয়ে দেখছে।’
আল-কায়দার মদদপুষ্ট ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে গাঁটছড়া বাধা জেএমবি জঙ্গীরা বাংলাদেশ দখলের চেষ্টা চালাচ্ছে এ খবর এনআইএ আগে থেকে পেয়েছিল দাবী করে তদন্তকারী এ কর্মকর্তা আরও বলেন, ‘জেএমবি জঙ্গিরা দীর্ঘমেয়াদি সেই পরিকল্পনার প্রথম ধাপেই রাজশাহীকে নিজেদের দখলে নিতে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছিল।’