ঢাকা: ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বুধবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হানিফ বলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
হানিফ বলেন, লতিফ সিদ্দিকীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ থেকে অব্যাহতি দিয়েছেন। তা ইতোমধ্যেই কার্যকর হয়েছে। সে কারণেই মেক্সিকোতে গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড, যেটি মন্ত্রী হিসেবে লতিফ সিদ্দিকীর গ্রহণ করার কথা ছিল, তা তিনি নেননি। প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অ্যাওয়ার্ডটি গ্রহণ করেছেন।তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। যারা ধর্ম অবমাননামূলক বক্তব্য দেয়, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যবস্থা নিয়েছে। তিনি (লতিফ সিদ্দিকী) যে মন্তব্য করেছেন, তা নিন্দনীয় ও দুঃখজনক।
বঙ্গবন্ধুও ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহাজ্জদের নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। নিজে হজ্ব পালন করেছেন।
এ সময় লতিফ সিদ্দিকীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হবে কিনা এ প্রশ্নের উত্তরে হানিফ বলেন, আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রী দেশে ফিরে এলে সব সিদ্ধান্ত নেওয়া এবং তা জানানো হবে।
লন্ডনে দেওয়া তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মাহবুব-উল-আলম হানিফ তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদ জানান। তিনি তারেক রহমানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে তারেকের বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।