নড়াইল জেলায় বুধবার চিংড়ি চাষিদের সহয়তা প্রদানের লক্ষে নড়াইল সদর উপজেলা মুলিয়া বাজারে মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয় সুবিধা সম্বলিত ‘সফল’ নামক একটি মডেল চিংড়ি ক্রয়-বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজার সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদ।
এসময় আরো বক্তব্য রাখেন- নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম এনামুল হক।
বক্তারা জানান, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কারিগরী সহয়তায় জাগরনী চক্র ফাউন্ডেশন এবং উত্তরণের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫টি জেলায় গত ২০১২ সাল থেকে বাস্তবায়িত হচ্ছে।
এই প্রকল্পের মাধ্যমে কর্ম এলাকায় ৫৭ হাজার ক্ষুদ্র এবং মাঝারি চাষি পরিবারকে মৎস্য, দুগ্ধ, শাকশবজি ও ফলমূল উৎপাদন বৃদ্ধি, টেকসই বাজার ব্যবস্থাপনা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা উন্নয়নের জন্য সহায়তা প্রদান করছে।
এই প্রকল্পের ফলে স্থানীল মৎস্য চাষিরা সরাসরি বায়ারদের মাধ্যমে বিদেশে মাছ রফতানি করার সুযোগ পাবে।