শ্রীলংকার সঙ্গে ৪র্থ একদিনের ক্রিকেটে ৪০৪/৫ রানের পাহাড় সংগ্রহ করে ভারত।ভারতের কলকাতায় চলছে ভারতের সঙ্গে শ্রীলংকার একদিনের এই ব্যাটিং শো’র ম্যাচ।
ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রানের বেকর্ড গড়ে রানের পাহাড়ের অনন্য এক উচ্চতায় পৌঁছে গেলেন রহিত শর্মা।
বৃহস্পতিবার কোলকাতার ইডেন গার্ডেনে মাইক্রোমাক্স কাপের চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে একাই ২৬৪ রান করেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
এর আগে শেবাগরে ২১৯ রানের বেকর্ডটি ছিল এ যাবতকালের ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রান। আর রহিত শর্মা ২০৯ রান নিয়ে ২য় সর্বোচ্চ রেকর্ডের অধিকারী ছিলেন।
এছাড়াও বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে দুইটি দুইশত রানের অনবদ্ধ রেকর্ড গড়লেন রহিত এই ম্যাচে।
রহিত শর্মার ২৬৪ রানের উপর ভর করে ভারত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ৪০৪ রান।
শেষ খবর পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩৪ ওভারে ৫ উইকেটে ২১১ রান।