ঢাকা : আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমায় অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতির হার পয়েন্ট টু পয়েন্টে কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬০ শতাংশে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৬ দশমিক ৮৪ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ১৬ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৬৩ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৬৩ শতাংশ।
রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার মিট দ্যা প্রেস অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মুস্তফা কামাল, পরিসংখ্যান ব্যুরোর সচিব সুরাইয়া বেগম ও পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘মূল্যস্ফীতির হার কমে এসেছে, যা আমাদের লক্ষ্যের মধ্যেই আছে।’
গত কয়েক মাসের অনুমোদিত প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ‘সারা দেশের স্থলবন্দরগুলোর সক্ষমতা বাড়ানো হবে। এর মাধ্যমে প্রতিবেশী দেশের সঙ্গে কার্যকর কানেক্টিভিটি গড়ে তোলা হবে।’
মূল্যস্ফীতির হার কমার কারণ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্যের দাম কমে গেছে। ভারতে মূল্যস্ফীতি কমে যাওয়ার প্রভাবে এটি হয়েছে।’