স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, আগামী ২০১৫ সালের মধ্যে সব বস্তিতে পানি সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ।
তিনি জানান, রাজধানীর কড়াইল বস্তিসহ বেশ কিছু বস্তিতে ইতোমধ্যে বৈধভাবে পানি সরবরাহ করা হচ্ছে। বাকী বস্তিগুলো বিবেচনাধীন রয়েছে।
রোববার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এম আবদুল লতিফের তারকা চিহিৃত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
আশরাফ জানান, রাজধানীর সব বস্তিতে বৈধভাবে পানি সরবরাহের জন্য ঢাকা ওয়াসা একটি প্রকল্প হাতে নিয়েছে। ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে ঢাকা শহরের সব বস্তিতে পানি সরবাহ করা সম্ভব হবে।
আবদুর রউফের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ঢাকার কোন পানির পাম্প স্থায়ীভাবে নষ্ট নেই। ঢাকা ওয়াসার ৬৭৭ পাম্পের মধ্যে সবগুলোই চালু রয়েছে। তবে প্রতিদিনই ২/১টি পাম্প রক্ষণাবেক্ষণের জন্য কিছু সময় বন্ধ থাকে। বর্তমানে ৭৮ ভাগ পানি পাম্পের মাধ্যমে ভূ-গর্ভস্থ উৎস থেকে উত্তোলন করা হয়।
মন্ত্রী আরো জানান, রাজধানীতে প্রতিদিন পানির চাহিদা ২১৪ কোটি থেকে ২৩০ কোটি লিটার। ওয়াসা প্রতিদিন পানি উৎপাদন করে ২৪২ কোটি লিটার। যে জন্য পানির ঘাটতি নেই।
এনামুল হকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে এ পর্যন্ত ২৪টি নতুন পৌরসভা স্থাপিত হয়েছে। এনিয়ে দেশে মোট পৌরসভার সংখ্যা ৩২৪।