অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন জাতীয় দলের ফাস্ট বোলার রুবেল হোসেন। ৩ দিন কারাভোগের পর রোববার জামিনে মুক্ত হন তিনি।মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির নারী ও শিশু নির্যাতনের দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছিলেন রুবেল হোসেন। গত ৮ আগস্ট চার সপ্তাহের আগাম জামিন শেষ হলে রুবেল আত্মসমর্পণের পর জামিনের জন্য আবেদন করে। তবে তা নাকচ করে তাঁকে আদালতে পাঠানো হয়।
রোববার দুপুর দেড়টার দিকে ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ আদালত ইমরুল কায়েস রুবেলকে জামিনের আদেশ দেন। এর আগে সকালে রুবেলের আইনজীবী সজয় চক্রবর্তী ইমরুল কায়েসের আদালতে জামিনের জন্য আবেদন করেন। জামিব আবেদনে উল্লেখ করা হয়, এ মামলার অভিযোগের সঙ্গে রুবেল হোসেন জড়িত নন। দেশ ও জাতীয় স্বার্থে তাঁকে জামিন দেওয়া উচিত। আসন্ন বিশ্বকাপের কথা উল্লেখ করে সেখানে তাঁর প্রয়োজনীয়তার কোথাও বলা হয় জামিন আবেদনে।
এর আগে ১৩ ডিসেম্বর হ্যাপি মামলা দায়ের করার পর ১৫ ডিসেম্বর হাইকোর্ট থেকে আগাম জামিন নেন রুবেল। জামিনের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় ৮ আগস্ট রুবেল পুনঃআবেদন করলে তা নাকচ করে কারাগারে সোপর্দ করা হয়।