বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান ওয়ানডে দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান একদিনের ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় একধাপ এগিয়ে বর্তমানে রয়েছেন শীর্ষস্থানে। দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডারকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে সাকিব পুনরুদ্ধার করেন তাঁর হারানো জায়গা।এর ফলে বিরল একটি রেকর্ডের মালিক হলেন সাকিব। টেস্ট, ওয়ানডে ও টি২০- তিন ফরম্যাটেই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা প্রথম ও একমাত্র ক্রিকেটার হলেন তিনি। ক্রিকেটের গৌরবময় লম্বা ইতিহাসে এমন কীর্তি গড়তে পারেননি আর কেউই।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় সাকিবের রেটিং পয়েন্ট বর্তমানে ৪০৩। দ্বিতীয় স্থানে ছিটকে পড়া ফিলান্ডারের পয়েন্ট ৩৯৭। ২ পয়েন্ট কমে তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথুস।
টেস্টে সাকিব শীর্ষস্থানে আছেন ৩৯৮ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে থাকা ভারনন ফিলান্ডারের সাথে সাকিবের পয়েন্ট ব্যবধান ৫৭! ফিলান্ডারের চেয়ে তৃতীয় সেরা আশ্বিন পিছিয়ে আরও ২৩ পয়েন্টে।
টি২০ অলরাউন্ডারদের তালিকায়ও যথারীতি সাকিবের অবস্থান শীর্ষেই। তাঁর রেটিং পয়েন্ট ৩৭৭। ৩৬৩ পয়েন্ট নিয়ে পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হাফিজ আছেন দ্বিতীয় স্থানে। ৩২৬ পয়েন্ট নিয়ে তালিকার তিন নাম্বারে অবস্থান করছেন পাকিস্তানেরই আরেক ক্রিকেটার শহীদ আফ্রিদি।
ওয়ানডেঃ ১ নাম্বার অলরাউন্ডার (রেটিংস ৪০৩)
টেস্টঃ ১ নাম্বার অলরাউন্ডার (রেটিংস ৩৯৮ )
টি-২০ঃ ১ নাম্বার অলরাউন্ডার (রেটিংস ৩৭৭)