জাতীয় পরিচয়পত্রের ইলেক্ট্রনিক কার্ড, (স্মার্টকার্ড) গত বিজয় দিবসেই জাতীয় পরিচয়পত্র প্রাপ্ত নাগরিকদের হাতে তুলে দেয়ার কথা থাকলেও নানা জটিলতায় পারেনি নির্বাচন কমিশন (ইসি)। তবে আসন্ন স্বাধীনতা দিবস ২৬শে মার্চে অন্তত প্রতীকী হলেও এ স্মার্টকার্ড বিতরণ শুরু করতে চায় কমিশন।বুধবার বিকেলে আগারগাঁও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ কার্যালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম এ কথা জানান।
স্মার্টকার্ড প্রস্তুত ও বিতরণের জন্য নির্বাচন কমিশনের চুক্তি স্বাক্ষর করে ফরাসি কোম্পানি অবারথু টেকনোলজির, যারা ৯ কোটি স্মার্টকার্ড প্রস্তুত ও বিতরণ করবে।