ডিপ্লোম্যাটিক ডেস্ক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে তাকে ফেরত চেয়ে যুক্তরাজ্য সরকারকে চিঠি পাঠানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, তারেক রহমানকে দেশে ফেরত চেয়ে একটি চিঠি যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরে পাঠানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী স্বাক্ষরিত ওই চিঠি গত বুধবার ঢাকা থেকে পাঠানো হয় বলেও নিশ্চিত করেন তিনি।
এছাড়া তারেক রহমানের অবস্থান জানতে লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও একট চিঠি পাঠানো হয়েছে। দূতাবাস তারেক রহমানের অবস্থান সম্পর্কে খোঁজ খবর নিয়ে তা অবহিত করবে।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের কাছেও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ও তার অবস্থান সম্পর্কে জানার উদ্যোগগুলোর কথা মৌখিকভাবে জানানো হয়েছে।
তিনি জানান, সম্প্রতি হাইকোর্টের একটি আদেশে পররাষ্ট্র সচিবের কাছে তারেক রহমানের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রণালয় এসব উদ্যোগ নিলো।