ঢাকা: ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের বের করা হবে এবং পরবর্তিতে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সাথে নাশকতাকারীদের ইন্ধন্দাতাদের এ পথ থেকে ফিরে আসতে আহবান জানান মন্ত্রী।
শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে একটি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সম্প্রতি বাস পোড়ানো, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানসহ বেশ কিছু লোকজনের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসবের ভিডিও ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
বিরোধীজোটের আন্দোলন ও নাশকতায় জনসম্পৃক্ততা না থাকার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘যে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই, বোমা মেরে সে আন্দোলন সফল করা যায় না। যারা বোমা মেরে আন্দোলন করছেন বা প্রচেষ্টা চলাচ্ছেন তাদেরকে এসব থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। গত দুই-তিন দিন ধরে দেশে শান্তির পরিবেশ বোমা মেরে নষ্ট করছে। বোমা মেরে হত্যা করে দেশের সম্পদ নষ্ট করে লাভ হবে না।’
এ সময় আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আবদুল হালিম পাটোয়ারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবদুল হালিম, তেজগাঁও কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ প্রমুখ।