দগ্ধ অনিকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চিকিতসাধীন বোমায় আহত এসএসসি পরীক্ষার্থী অনিক / ছবি- দ্যা রিপোর্টঢাকা: বিএনপি জোটের হরতাল অবরোধ চলাকালে বোমার আঘাতে গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম অনিকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উন্নত চিকিৎসার জন্য অনিককে বিদেশ নেয়ার ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি।

গত ৫ জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে ফেনী শহরের খেজুর চত্বর এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের ছোঁড়া বোমার আঘাতে আহত হয় মিনহাজুল ইসলাম অনিক।

বোমায় অনিকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার চোখ। বাম চোখে অল্প দেখতে পেলেও ডান চোখে একাবারেই দেখতে পায় অনিক।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিন অনিককে দেখতে শনিবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যান। সেখানে তিনি অনিকের চিকিৎসার খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের বরাত দিয়ে বাসস এ তথ্য জানায়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী অনিকের চিকিৎসার সমস্ত দায়িত্বভার নিয়েছেন। অনিককে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য পাসপোর্ট তৈরীসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

৫ জানুয়ারি আহত অনিককে প্রথমে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে চোখের চিকিৎসার জন্য তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

অনিক এ সময় প্রাইভেট পড়া শেষে বাসায় ফিরছিলেন। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো অনিকের। কিন্তু গুরুতর আহত হওয়ায় তার পরীক্ষায় অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়ে।

অনিকের পরিবার জানায়, এই অবস্থার মধ্যেও এসএসসি পরীক্ষায় অংশগ্রহনের বাপারে দৃঢ় সংকল্প সে। বার বার শুধু তারিখ জানতে চাচ্ছে, যেন তার পরীক্ষার তারিখ চলে না যায়। সুস্থ হয়ে সে যেন পরীক্ষা দিতে পারে সেই আকুতি তার।


জাতীয় বিভাগের আরো খবর...
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান
মোদীর শপথের আগে মায়ের সঙ্গে পুতুলের ‘কুইক বাইট’ মোদীর শপথের আগে মায়ের সঙ্গে পুতুলের ‘কুইক বাইট’
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নাঈমুল ইসলাম খানের শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নাঈমুল ইসলাম খানের শ্রদ্ধা
নাঈমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রেস সচিব, প্রজ্ঞাপন জারি নাঈমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রেস সচিব, প্রজ্ঞাপন জারি
স্কুলগুলোর ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ স্কুলগুলোর ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ
আমজাদ হোসেনের চিকিৎসার ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী আমজাদ হোসেনের চিকিৎসার ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী
নিভৃতেই খুলনার আঞ্চলিক ৫শ’ গানের স্রষ্টা গুরুপদ নিভৃতেই খুলনার আঞ্চলিক ৫শ’ গানের স্রষ্টা গুরুপদ
১৫ই আগষ্ট যারা নিহত হয়েছিলেন ১৫ই আগষ্ট যারা নিহত হয়েছিলেন

দগ্ধ অনিকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet