কালজয়ী গীতিকার, সুরকার গোবিন্দ হালদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, “গোবিন্দ হালদারের প্রতিটি গানে যেভাবে স্বাধীনতা ও দেশপ্রেমের মন্ত্র উচ্চারিত হয়েছে, তার কোনো তুলনা নেই। বাংলাদেশের প্রতিটি নাগরিক যুগ যুগান্তরে এ মহান সংগীতপ্রতিভাকে পরম মমতা আর শ্রদ্ধায় স্মরণ করবে।”
মুক্তিযুদ্ধে গোবিন্দ হালদারের অবদানের কথা স্মরণ করে হাসানুল হক ইনু বলেন, “মহান মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীনবাংলা বেতারে সম্প্রচারিত গোবিন্দ হালদারের ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’র মতো হৃদয়কাড়া গানগুলো শুধু মুক্তিযোদ্ধাদেরই নয়, মুক্তির প্রেরণায় এ গানগুলো অনুপ্রাণিত করেছে স্বাধীনতাকামী প্রতিটি প্রাণকে। অমর এ গানগুলোর মধ্যে গোবিন্দ হালদার বেঁচে থাকবেন অনাগতকাল।”
গোবিন্দ হালদারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মন্ত্রী বলেন, “গোবিন্দ হালদার ছিলেন সংগীতের মধ্যে দেশপ্রেমের অনন্য নজীর স্থাপনকারী এক অসামান্য প্রতিভা। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হবার নয়। জাতি চিরদিন তাঁকে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় মনে রাখবে। আমি গোবিন্দ হালদারের আত্মার শান্তি কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”