ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

ল্যান্ডবাউন্ডারি চুক্তি বাস্তবায়নে ইতিবাচক মনোভাব ভারতের

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সাথে সাক্ষাৎ করেন। ছবি- সংগ্রহীতভারত সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ রবিবার রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সাথে সাক্ষাৎ করেছেন।

প্রায় চল্লিশ মিনিটের এই বৈঠকে তিনি ভারতের মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে ভারত-বাংলাদেশ ল্যান্ড বাউন্ডারি চুক্তি বাস্তবায়ন, তিস্তা পানি চুক্তি সম্পাদন এবং দু‘দেশের মধ্যে বাণিজ্য প্রসার ও বাণিজ্য ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনের বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়া ভুটান ও নেপালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে ট্রানজিট সমস্যার সমাধান, ভারত-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নাবায়নসহ বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পায়। প্রণব মুখার্জী এ সব বিষয়ে ইতিবাচক মনোভাব দেখান।

বাণিজ্যমন্ত্রী দক্ষিণ এশিয়ার বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। এজন্য সড়ক, নৌ, আকাশ এবং রেলপথে যোগাযোগ সহজ করা কথা বলেন।

তিনি আরও বলেন, ভূটান ও নেপালের সাথে বাংলাদেশের বাণিজ্য সুবিধা বৃদ্ধির জন্য করিডোর ব্যবহারের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এ সকল ক্ষেত্রে এখনো অনেক প্রতিবন্ধকতা রয়েছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে এ সকল সমস্যার সমাধান করতে হবে।

বাণিজ্যমন্ত্রী ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিন শুন্য হাতে বাংলাদেশের হাল ধরেছিলেন। আজ তাঁরই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে অর্থনৈতিক ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বর্তমানে দেশের রফতানি ৩০ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার, ব্যাংকে রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের বেশি, রেমিটেন্স ১৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। দেশের সকল অর্থনৈতিক সূচক ঊর্ধ্বগামী। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।

ভারতের রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত দি পার্টনারশিপ সামিট-২০১৫-তে যোগদান শেষে আজ রাতে বাণিজ্যমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।


জাতীয় বিভাগের আরো খবর...
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি
নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান
প্রিন্স মামুনের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ প্রিন্স মামুনের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
বাংলাদেশের পর্যটন খাতে  শ্রীলঙ্কার বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

ল্যান্ডবাউন্ডারি চুক্তি বাস্তবায়নে ইতিবাচক মনোভাব ভারতের
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet