খিলগাঁয়ে পুলিশের গুলিতে ছাত্রদল নেতার মৃত্যু তাদের দু’পক্ষের কোন্দলের কারণেই হয়েছে বলে দাবী করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।
মঙ্গলবার সকালে ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ কথা জানান।
দু’পক্ষের সংঘর্ষের সময় পুলিশ উপস্থিত হয়ে গুলি করতে বাধ্য হয় বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছন, সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে সাম্প্রতিক সময়ের নাশকতার ঘটনাগুলো ঘটাচ্ছে দুর্বৃত্তরা। একারণে ভাইবার, হোয়াটস অ্যাপস, লাইন এর মতো যোগাযোগের মাধ্যম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
তবে শিগগীরই এই মাধ্যমগুলি আবারও খুলে দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
এসময় সহিংসতাকারী, গাড়িতে অগ্নিসংযোগকারী, হাতবোমা ও পেট্রোল বোমা নিক্ষেপকারীকে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার বিষয়টি নিশ্চিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষণা আসবে অচিরেই।