৪১ ডেস্কঃ সৌদি আরব পৌঁছে ওমরাহ করলেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল (শ্রম) মকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল সাড়ে নয়টায় শুরু করে বেলা বারোটায় ওমরাহ পালন সম্পন্ন করেছেন রাষ্ট্রপতি।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহীদুল করিম এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।
এর আগে বুধবার ভোর পৌনে ৬টায় (সৌদি আরবের স্থানীয় সময়) রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বাসস এ খবর জানায়।
বিমানবন্দরে মক্কার ডেপুটি গভর্নর ড. ইকাব আল-লুবাইয়েক, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ও জেদ্দায় বাংলাদেশের কন্সাল জেনারেল একেএম শহীদুল করিম রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
রাষ্ট্রপতি সৌদি বাদশার রাজকীয় মেহমান হিসাবে হজ পালন শেষে ১০ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।