খালেদাকে গ্রেফতার না করায় ওয়াকআউট

নিক্সন চৌধুরীচলমান নাশকতা, সহিংসতার জন্য বেগম খালেদা জিয়াকে দায়ী করে তাকে গ্রেপ্তার না করার প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করেছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, যিনি নিক্সন চৌধুরী নামে পরিচিত।

দশম সংসদের পঞ্চম অধিবেশনে বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করার সময় তিনি এ ওয়াকআউট করেন।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বেসরকারি দিবসে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্পূরক প্রশ্ন করেই ওয়াক আউট করেন আওয়ামী লীগ সংসদ সদস্য নূরে আলম চৌধুরীর ছোট ভাই নিক্সন চৌধুরী।

প্রশ্ন করতে দাঁড়িয়ে নিক্সন বলেন, “সারাদেশে যে সহিংসতা চলছে, এর হুকুমদাতা হিসেবে খালেদা জিয়াকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আমি খালেদা জিয়ার গ্রেপ্তার না করার প্রতিবাদে ওয়াকআউট করছি।”

সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ওয়াক আউট করেন তিনি।

এ পরিস্থিতিতে খানিকক্ষণ চুপ থেকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ বিষয়ে জবাব দেওয়ার জন্য আহ্বান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে।

প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “সংসদ সদস্য যে প্রশ্ন রেখেছেন যথার্থই বলেছেন। আমাদের সিস্টেম অনুযায়ী, আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”

এর আগে মন্ত্রী সংসদকে বলেন, ‘যারা অপরাধ করে, অপরাধের অর্থ যোগায় ও সমর্থন করে তারা সবাই সমান দোষে দুষ্ট।’

প্রসঙ্গত, মাদারীপুর-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য নুর-ই আলম চৌধুরীর ছোট ভাই মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই ও বোনের ছেলে নিক্সন চৌধুরী দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।


শীর্ষ খবর বিভাগের আরো খবর...
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি

খালেদাকে গ্রেফতার না করায় ওয়াকআউট
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet