সৌদি বাদশা আবদুল্লাহ বিন আব্দুল আজিজের জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার আসরের নামাজের পর রাজধানী রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ গ্রান্ড মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সৌদি বাদশার জানাজায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফসহ আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।এর আগে শুক্রবার ভোরে মারা যান ৯০ বছর বয়সী আব্দুল্লাহ। দীর্ঘদিন থেকেই নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি।
অন্যদিকে বাদশা আবদুল্লাহ মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট ওবামা এবং ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট শিন পেরেজ সহ বিভিন্ন দেশের নেতা শোকবার্তা পাঠিয়েছেন।
এদিকে সৌদি বাদশাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ, বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া।
বাহরাইন ও জর্ডন ৪০ দিনের শোক পালনের কথা ঘোষণা করেছে।
সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজের মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক জানাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ একই দিনে সৌদি আরবে যাচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।