মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে একজন, তাতে কী হয়েছে? আইন তো সবার জন্যই সমান, একথা নিজের ভৌগলিক অবস্থানে বেশিরভাগ ক্ষেত্রে রুপকথার মত শোনালেও পৃথিবীরই কোথাও ঠিকই সবকিছু নিয়ম মাফিক মেনে চলেন সবাই।
বাড়ির সামনে জমে থাকা তুষারের স্তূপ সরিয়ে না ফেলায় ৫০ ডলার জরিমানা গুনতে হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে। বোস্টনের নগর কর্মকর্তারা গত বৃহস্পতিবার এ জরিমানা করেন তাকে।
গত সপ্তাহে ব্যাপক তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের অনেক স্থানেই এ রকম তুষারের স্তূপ তৈরি হয়। দ্য বোস্টন গ্লোব পত্রিকা বলেছে, কেরি তার বিকন হিলের বাড়ির সামনে পিংকনেই স্ট্রিটের ফুটপাতে জমে থাকা তুষার না সরানোয় পথচারী চলাচলে বিঘ্ন ঘটে।
কেরির মুখপাত্র বলেন, কূটনীতিকেরা সাধারণ নাগরিকের মতোই। কেরি শিগগিরই জরিমানা শোধ করবেন।
ভাবতেই ভালো লাগে হয়তো! আমরাও একটা স্বপ্নতো অবশ্যই দেখতে পারি, এমনি করে একদিন আমরাও সুন্দর একটি দেশ গড়তে সবাই আইন মেনে চলবো, সেদিন আমাদের ক্ষেত্রেও আইন হবে সবার জন্য সমান।