গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন সোমবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক শুনানী শেষে এ আদেশ দেন।
খিলগাঁও থানায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির দায়ের করা গত ৩০ জানুয়ারি খিলগাঁও এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় মোসাদ্দেক আলী ফালুকে গ্রেফতার দেখানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মো. ওবায়দুর দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেন।
চলমান হরতাল-অবরোধের রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে গুলশানের ওই কার্যালয় থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠার সময় আটক হন মোসাদ্দেক আলী ফালু।
এনটিভির মালিক মোসাদ্দেক ওই টেলিভিশন স্টেশনের স্টিকার লাগানো গাড়িতে করে তার আধা ঘণ্টা আগেই ওই কার্যালয়ে ঢুকেছিলেন।