তাইওয়ানের ট্রান্সএশিয়া এয়ারওয়েজের একটি বিমান নদীতে বিধ্বস্ত হয়েছে।
এতে অন্তত ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাইপে ফায়ার ডিপার্টমেন্ট।
বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে এই এটিআর ৭২-৬০০ টার্বোপ্রপ বিমাটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটিতে ৫৩জন যাত্রী ও ৫ জন ক্রু ছিল। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
তাইওয়ানের বার্তা সংস্থা সিএনএ’র প্রচারিত ফুটেজে বিমানটিকে নদীতে প্রায় ডুবন্ত অবস্থায় দেখা গেছে।
উদ্ধারকারীরা বিমানটিকে ঘিরে রয়েছেন। বিমানের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা আছে।
সরকারি মুখপাত্রকে উদ্ধৃত করে সিএনএ আরও জানিয়েছে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি সেতুর সাথে ধাক্কা লেগে তাইপের কাছেই কিলাং নদীতে বিমানটি বিধ্বস্ত হয়।
যাত্রীদের অনেককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
ফ্লাইট-জিই২৩৫ তাইপের সংসান বিমানবন্দর থেকে কিনমেন দ্বীপপুঞ্জে যাচ্ছিল।
এর আগে গত জুলাইয়ে তাইওয়ানে ট্রান্সএশিয়া এয়ারওয়েজের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪৮ জন নিহত হন।
বিমানটি বিধস্ত হওয়ার কিছু এক্সক্লুসিভ মুহূর্ত দেখুনঃ