নীল-সাদা চালচিত্রে ছোট হাতের ‘এফ’। লগ ইন করলেই বিশ্ব হাতের মুঠোয়। চেনা-অচেনা বন্ধুত্ব, নিষিদ্ধ আলাপের হাতছানি। আর অবশ্যই জীবনের সেরা মুহূর্তগুলি বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়ার আনন্দ।
অন্তর্জালের দুনিয়ায় আলোড়ন ফেলে ২০০৪ সালে ৪ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের। তারপর কয়েক বছর পর থেকে শুরু হয় জনপ্রিয়তা। বাকিটা বলা বাহুল্য।
ফেসবুকের গত ১১ বছরের সাফল্য কাহিনি কার্যত রূপকথার মতো। বর্তমানে ফেসবুক-এ প্রতি মাসে লগ ইন করেন ১৩৫ কোটি লোক।
ফেসবুকের প্রথম ফেস ছিলেন হলিউড তারকা আল পাচিনো। এখন ফেসবুকে যেখানে ক্লিক করে ‘Like’ করতে হয়, শুরুর দিকে ওই বোতামের নাম ‘Awesome’।
প্রতিদিন গড়ে ৬ লক্ষ বার হ্যাক করার চেষ্টা করা হয় ফেসবুক। এবং আরও একটি চোখ কপালে তোলা তথ্য হল, প্রতি মিনিটে ১৮০ কোটি মানুষ ‘Like’ ক্লিক করেন।