অবরোধ-হরতালের মধ্যে পেট্রোল বোমা হামলার মতো জঙ্গিবাদী ও সন্ত্রাসী কার্যক্রমের কাছে ‘আমরা মাথানত করব না’ বলে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে রোটারি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক রোটারি শান্তি সম্মেলন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী চলমান সহিংসতার বর্ণনা দিয়ে বলেন, “বিএনপি-জামায়াতের পেট্রলবোমা মেরে মানুষ হত্যা ও নাশকতার আন্দোলনে এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আরও কয়েক শতাধিক মানুষ। বিএনপি-জামায়াত জোট যেন দেশের মানুষের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে। ঠিক একাত্তরের মুক্তিযুদ্ধে এ ধরনের ঘটনা আমরা দেখেছিলাম। একই কায়দায় এবারও হত্যা করা হচ্ছে সাধারণ মানুষকে।”
এরপর প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, “৬৯ সালের গণ-অভ্যুত্থান, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বাঙালি কখনও মাথা নত করে না। এবারও আমরা এই অন্যায়-অপরাধের কাছে কখনোই মাথা নত করব না। জঙ্গীবাদের কাছে আমরা কখনও স্যারেন্ডার করব না। ইন-শা-আল্লাহ আমরা এ কাজে সফল হবো।”
দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “সে সময়ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বিএনপি-জামায়াত। মহাসড়কের গাছ কেটে ফেলেছিল তারা। পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০ সদস্য তাদের হামলায় নিহত হয়েছিল। নিরীহ পশুও তাদের হামলা থেকে রেহাই পায়নি। তাদের ওই ধ্বংসযজ্ঞে যে ক্ষতি হয়েছিল তা কাটিয়ে উঠতে নির্বাচনের পর আমরা প্রাণপণ চেষ্টা করেছি। নির্বাচনের পর তারা (বিএনপি-জামায়াত) আবার একই কায়দায় ধ্বংসযজ্ঞ শুরু করেছে।”
শতভাগ স্কুল শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া, ৯৮ শতাংশ শিক্ষার্থীর কৃতকার্য হওয়ার কথা তুলে ধরে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের এগিয়ে যাওয়ার কথাও অনুষ্ঠানে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।