কেবল আদালতের নির্দেশেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, গ্রেফতারের কথা আসছে কেন? আদালত যখন বলবে, তখন গ্রেফতার করব। এখন এই প্রশ্ন আসছে না।”
সুপ্রিম কোর্টে রবিবার বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
বিচারপতির সঙ্গে বৈঠক সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “প্রধান বিচারপতির সঙ্গে এটা সম্পূর্ণ নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। আমরা সুপ্রিম কোর্টের নিরাপত্তা উন্নয়নের বিষয়ে আলোচনা করেছি।”
হরতাল-অবরোধের মত সন্ত্রাসী কর্মকান্ড ঠেকাতে নতুন আইন আসছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “নতুন কোনো আইনের প্রয়োজন নেই। ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী একটা আইন আছে। এটাতেই সম্ভব সব বন্ধ করা।”
সন্ত্রাসবিরোধী এই আইন প্রয়োগ হবে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা সেই আইন প্রয়োগ করব। আমরা যে কোনো মূল্যে সন্ত্রাস দমন করব। সেখানে যে আইন হয়, সেই আইন দিয়ে বিচার করবো।”