কমনওয়েলথ পার্লামেন্টরি অ্যাসোসিয়েশনের (সিপিএ) দাপ্তরিক কাজ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এ সময় তাকে স্বাগত জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এর আগে ৩০ জানুয়ারি দিনগত রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ড. শিরীন শারমিন চৌধুরী। গত ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি লন্ডনে সিপিএ সদরদপ্তরে দাপ্তরিক কার্যক্রম শেষ করেন।
৪ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত লন্ডনের হাউজ অব পার্লামেন্টে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলন অংশ নেন তিনি।