গ্রাহক ও রাজস্বে মাইলফলক গ্রামীণফোনের

সোমবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে গ্রামীণফোনের বার্ষিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ করা হয়গ্রাহক সংখ্যা ও রাজস্ব আয়ে নতুন মাইলফলক অর্জন করেছে গ্রামীণফোন লিমিটেড। ২০১৪ সমাপ্ত বছরে ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ১০ হাজার কোটি টাকা আয় ও ৫ কোটি গ্রাহক যোগ হয়েছে এ অপারেটরে।

সোমবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে কোম্পানির বার্ষিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ করে এসব কথা জানান গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) রাজিব শেঠি।

তিনি বলেন, মোবাইল অপারেটরদের প্রতিযোগিতামূলক বাজারে গ্রামীণফোন তাদের প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে। আলোচিত বছরে অপারেটরটিতে ৪৪ লাখ গ্রাহক নতুন যোগ হয়ে মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ১৫ লাখ। একই সময়ে ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ১০ হাজার ২৭০ কোটি টাকার রাজস্ব আদায় করেছে। আর আগের বছরের তুলনায় ১৯ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ১ হাজার ৯৮০ কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে কোম্পানিটি।

রাজিব শেঠি বলেন, ২০১৪ সালে দেশে মোবাইল ফোন ব্যবহারে প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৮ শতাংশ। আর গ্রামীণফোনে এ প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৩ শতাংশ। ফলে কোম্পানির মার্কেট শেয়ার ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪২ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। । বাংলাদেশের মোবাইল মার্কেটে এ সেরার মুকুট ধরে রাখার পাশাপাশি ২০১৫ সালে আরও ভালো করার লক্ষ্য স্থির করা হয়েছে।

গ্রামীণফোনের সিইও বলেন, বিগত বছরের মতো ২০১৪ সালেও গ্রামীণফোন বাংলাদেশের মোবাইল মার্কেটে লিড দিয়েছে। ব্যবসায়ীক প্রবৃদ্ধির পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য বিশেষ সুখবর দিচ্ছে কোম্পানিটি। বিগত বছরে প্রতিটি ১০ টাকার শেয়ারের জন্য ৬ দশমিক ৫ টাকা হারে পরিশোধিত মূলধনের ৬৫ শতাংশ লভ্যাংশ দিচ্ছে শেয়ারহোল্ডারদের। যা ২০১৫ সালের ২১ এপ্রিল বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে প্রদান করা হবে।

এ সময় গ্রাহক বৃদ্ধি, আয় ও মুনাফায় প্রবৃদ্ধির সঙ্গে কোম্পানিটি সমাপ্ত বছরে ২জি ও ৩জি নেটওয়ার্ক উন্নয়নে ১ হাজার ৫২০ কোটি টাকা ব্যয় করেছে বলেও জানান তিনি।

এ ছাড়া ২০১৩ সালে কর, মূল্য সংযোজন কর (মূসক), শুল্ক ও লাইসেন্স ফি হিসেবে সরকারি কোষাগারে গ্রামীণ ফোন জমা দিয়েছে ৫ হাজার ৮৯০ কোটি টাকা।


টেক বিভাগের আরো খবর...
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি
নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান
প্রিন্স মামুনের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ প্রিন্স মামুনের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
বাংলাদেশের পর্যটন খাতে  শ্রীলঙ্কার বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

গ্রাহক ও রাজস্বে মাইলফলক গ্রামীণফোনের
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet