বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল আরও ৪৮ ঘণ্টা বেড়েছে। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল বাড়ানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ হরতালের নতুন সময়সীমা ঘোষণা করেন। হরতালের পাশাপাশি অবরোধ কর্মসূচি চলবে বলেও জানান তিনি।
৬ জানুয়ারী থেকে চলা লাগাতার অবরোধের মধ্যে ডাকা রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার পূর্ব ঘোষিত টানা এই হরতাল কাল বুধবার সকাল ৬ টায় শেষ হওয়ার কথা ছিল।
এর আগে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রবিবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
মঙ্গলবারের বিবৃতিতে সালাউদ্দিন আহমেদ বলেন, এখন পর্যন্ত সরকার গণদাবি মেনে না নেয়ায় আমাদের অঙ্গীকার অনুযায়ী চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পুনরায় বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী চলমান হরতাল কর্মসূচি বর্ধিত করা হল।
বিবৃতিতে হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য বিএনপি ও জোটের নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানানো হয়।
তিনি বলেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন থেকে পিছপা হবে না ২০ দলীয় জোট। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন চালিয়ে যেতে আমরা অঙ্গীকারাবদ্ধ।
সালাউদ্দিন বলেন, রাত ৯টার পর মহাসড়কে বাস চলাচল বন্ধ ঘোষণার মধ্য দিয়ে নিজেদের অস্তিত্বহীনতাকেই স্বীকার করে নিয়েছে সরকার। অচিরেই সরকার দিনের বেলাতেও সকল সরকারি অফিস বন্ধ করে দিতে বাধ্য হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী চলমান রাজনৈতিক সঙ্কটকে মানবসৃষ্ট দুর্যোগ নামে অভিহিত করেছেন। পঞ্চদশ সংশোধনীর পক্ষে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্ত ও ক্ষমতা চিরস্থায়ীকরণে উগ্র বাসনাই কথিত মানবসৃষ্ট দুর্যোগের উৎপত্তির কারণ। সে জন্য শেখ হাসিনা ও তার দল দায়ী।