৩ জানুয়ারী থেকে গুলশানের নিজ কার্যালয়ে অবস্থান নেয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ব্যতীত কার্যালয়ের ভিতরে থাকা বিএনপির অন্যান্য নেতাকর্মীদের জন্য খাবার সরবরাহ বন্ধ করে রেখেছে পুলিশ।
পুলিশের বাধার কারণে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে থাকা নেতানেত্রী ও কর্মকর্তাদের খাবার সরবরাহ বন্ধ রয়েছে।
এমটাই অভিযোগ করেছেন দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার।
আজ বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার জানান, পুলিশি বাধার কারণে খাবার আসেনি জানতে পেরে খালেদা জিয়া কার্যালয়ে থাকা স্টাফদের খোঁজ-খবর নেন। তিনি (খালেদা জিয়া) নিজের কাছে থাকা খেজুর ও মুড়ি পাঠিয়ে দেন তাদের খাবার জন্য। গত ২৪ ঘণ্টা ওই শুকনো খাবার খেয়েই রয়েছেন তারা।
তারা আরো জানান, ‘প্রতিদিনের মতো বেগম জিয়ার জন্য বাসা থেকে খাবার আসছে। তবে পুলিশের বাধার কারণে স্টাফসহ অন্যান্য নেতাকর্মীদের খাবার আসতে পারছে না।’
তবে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এমন অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের খাবার নিয়ে আসা ব্যক্তিদের সসন্মানে আমরা কার্যালয়ে ঢুকতে দিচ্ছি।’
স্টাফদের জন্য ভ্যানে করে আনা খাবার নিতে বাধা দিচ্ছে পুলিশ- এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘খাবার নিতে বাধা দেওয়া পুলিশের কাজ নয়।’