হরতালের সময় বৃদ্ধি করায় বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে বুধবার বেলা ৩টায় সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সচিবালয়ে এ সিদ্ধান্ত জানাবেন।শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
অবরোধের মধ্যে সর্বশেষ রবিবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এখন এ হরতাল ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার সকাল পর্যন্ত করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এসএসসিতে বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান, উচ্চতর গণিত (তত্ত্বীয়) এবং মাদ্রাসা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা রয়েছে।
আর এসএসসি ভোকেশনালে নতুন সিলেবাসের ট্রেড-২ দ্বিতীয় পত্রের ৩১টি বিষয় ও পুরাতন সিলেবাসে ট্রেড-২ দ্বিতীয় পত্রের ৩১টি বিষয় এবং ভোকেশনালে দাখিলে ট্রেড-১ দ্বিতীয় পত্রের ৩১টি ও ট্রেড-১ দ্বিতীয় পত্রের ৩১ বিষয়ের পরীক্ষা নির্ধারিত রয়েছে।
হরতালের কারণে এর আগে এসএসসির ৯ দিনের ১৩৫টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষাগুলো পিছিয়ে শুক্র ও শনিবার ছুটির দিনে নেওয়া হচ্ছে।