প্রকাশকদের ব্যবসার দিক বিবেচনা করে মেলার সময় বৃদ্ধি করেছে মেলা কমিটি। প্রকাশকরা সাত দিন সময় বৃদ্ধির দাবি জানালেও ‘আড়াই ঘণ্টা’ সময় বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৮টায় বন্ধ হওয়ার পরিবর্তে মেলা এক ঘণ্টা আগে দুপুর দুইটায় শুরু হয়ে শেষ হবে রাত নয়টায়। অর্থাৎ ১ ঘণ্টা আগে শুরু হয়ে আধা ঘণ্টা পরে শেষ হবে বৃহস্পতিবারের মেলা। যথারীতি শুক্রবার ও পরের দিন শনিবার নির্ধারিত সকাল ১১টায় শুরু হয়ে শেষ হবে আধা ঘণ্টা পর রাত নয়টায়।অন্যদিকে মেলা কমিটির এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে পারেনি প্রকাশকরা। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পক্ষ থেকে মেলা কমিটি বরাবর আবেদন করে জানানো হয় অমর একুশে গ্রন্থমেলার সময়সীমা ২৮ ফেব্রুয়ারি থেকে বৃদ্ধি করে ৭ মার্চ পর্যন্ত করা হোক।
সমিতির সভাপতি আলমগীর শিকদার লোটনের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘এবারের অমর একুশে গ্রন্থমেলা দেশে চলমান অস্থিরতার মধ্যে শুরু হয়েছে। ফলে জনসাধারণের মধ্যে এক ধরনের ভয়-ভীতি ও উদ্বেগ থাকার ফলে মেলায় প্রতি বছরের তুলনায় এবার লোকসমাগম কম হয়েছে। প্রথমদিকে মেলায় আগত ক্রেতাসাধারণ ও দর্শনার্থীদের আগমন কম থাকায় প্রকাশকগণ আর্থিক ক্ষতির মধ্যে পড়েছেন। সে বিবেচনায় মেলার সময় ১ সপ্তাহ বৃদ্ধি করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।’
এ বিষয়ে মেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, ‘অমর একুশে গ্রন্থমেলার সঙ্গে আমাদের অস্তিত্ব জড়িত। জড়িত আমাদের ইতিহাস ও ঐতিহ্য। ফলে এখানে ব্যবসার দিক থেকে অন্যান্য বিবেচনা বেশী বিবেচ্য বলে মনে হয়। কোনো বছর মেলা বিক্রি বেশী হবে কোনো বছর কম হবে। এতে করে আমাদের রীতি ও ঐতিহ্যের কথা ভুলে গেলে চলবে না। আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে তা হল আড়াই ঘণ্টা সময় বৃদ্ধি করা।