আমন্ত্রণপত্রটি যে অতিথিরই হাতে পড়ছে, তারই চক্ষু ছানাবড়া হয়ে যাচ্ছে। ব্যাপার কি? ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব শেষ করে পাকিস্তানের রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মনমোহন সিং? কবেই বা নিলেন?
ঘটনা কি? আসলেই কী বা ঘটেছে?
ইসলামাবাদের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনমিকসের (পিআইডিই) সমাবর্তন ২৮ অক্টোবর। সমাবর্তনে যোগ দিতে বিশিষ্ট ব্যক্তিদের কাছে সুন্দর আমন্ত্রণপত্র পাঠায় প্রতিষ্ঠানটি।
কিন্তু আমন্ত্রণপত্রের অতিথির তালিকায় চোখ বুলাতেই সবার ‘বাকরুদ্ধ’ হওয়ার দশা। সেখানে যে লেখা হয়েছে, ‘সমাবর্তনের সভাপতি-পাকিস্তান ইসলামী প্রজতান্ত্রের রাষ্ট্রপতি মনমোহন সিং‘।
চারদিকে খবর ছড়িয়ে পড়ার পর সেটা নজরে আসে পিআইডিই কর্তৃপক্ষের। কিন্তু ততক্ষণে যে অনেক দেরি হয়ে গেছে।
পিআইডিই কর্তৃপক্ষের কেউ প্রকাশ্যে এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও মনে করা হচ্ছে, পাকিস্তানের রাষ্ট্রপতি মামনুন হুসাইনের নাম লিখতে গিয়ে কোনো ভুলে ‘ম’ বর্ণের নাম মনমোহন সিং চলে এসেছে। কিন্তু তাই বলে ‘এতোদূর আসবে’?