আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন। মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। মঙ্গলবার রাত ৮টায় সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী হাবিবুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেন।
হাবিবুল ইসলাম সুমন বলেন, ‘স্যার (সাঈদ খোকন) সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এ সময় স্যার প্রধানমন্ত্রীকে তার মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি অবহিত করেন।’
‘প্রধানমন্ত্রী সাঈদ খোকনকে চূড়ান্তভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন’ বলেও দাবি করেন তার ব্যক্তিগত সহকারী।
এর আগে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় (মহানগর নাট্যমঞ্চ) থেকে দুপুর সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় তার সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ।