বার্সেলোনাকে হারিয়ে রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো জয়

পেনাল্টি থেকে গোল করার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর উল্লাস / ছবিঃ এএফপি

চতুর্থ মিনিটেই নেইমারের গোল। পিনপতন নীরবতা ভর করল পুরো স্টেডিয়ামজুড়েই।

হোম ভেনুতে অল-হোয়াইট জার্সিধারীদের পিছিয়ে পড়ার দৃশ্য দুঃস্বপ্নের মাঝেও কেউ ভাবতে যাননি! অথচ লড়াই জমে ওঠার আগেই ব্যাকফুটে রিয়াল মাদ্রিদ। ফলে রিয়াল মাদ্রিদের ভক্তদের চোখে-মুখে হতাশাও তখন সময়ের দাবি।

শনিবার মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবু স্টেডিয়ামে লা লিগার এল কাসিকোর শুরুর নাটকীয়তা দেখে অগণিত ফুটবলপ্রেমীও হকচকিত হলেন। তবে কাব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে আসল চিত্রনাট্য তখনো তো লুকিয়েই ছিল।

পিছিয়ে পড়েও বিন্দুমাত্র দমে যায়নি রিয়াল মাদ্রিদ এবং আত্মবিশ্বাস ধরে রাখার পুরস্কারও তারা পেল।

কাউন্টার অ্যাটাকের অনিন্দ্যসুন্দর ফুটবল খেলে রিয়াল মাদ্রিদ জিতল মওসুমের প্রথম এল ক্লাসিকো। প্রথমে পিছিয়ে পড়েও মাদ্রিদের দলটি ৩-১ গোলে হারিয়ে দেয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে।

৩৫ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে সমতায় ফেরার পর খোলস ছেড়ে বেরিয়ে এলো স্বাগতিকেরা। ম্যাচের বাকি সময়ে তাদের দাপট দেখেই কাটল প্রথমে এগিয়ে যাওয়া বার্সেলোনার।

বিরতির পাঁচ মিনিট পর পর্তুগিজ ডিফেন্ডার পেপের দর্শনীয় হেডের গোলে ২-১ লিড নেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের এক ঘণ্টা পূর্ণ হতেই দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে দলটি নিশ্চিত করে ফেলল স্মরণীয় এক জয়।

হ্যামেস রদ্রিগুয়েজের বাড়ানো বলে মাটি কামড়ানো শটে স্বাগতিকদের তৃতীয় গোল করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। তার এই গোলেই মূলত নির্ধারিত হয়ে যায় মওসুমের প্রথম এল ক্লাসিকোর ভাগ্য। এ জন্যই হয়তো বেনজেমার গোলের পর পুরো স্টেডিয়ামেই উঠল উন্মাদনার ঝড়। অল-হোয়াইট দর্শকের উল্লাসের মাঝে হারিয়ে গেল বার্সেলোনা ভক্তদের করুণ মুখাবয়ব।

মওসুমের প্রথম ক্লাসিকোর পুরোটা সময়ই নিস্প্রভ ছিলেন আর্জেন্টাইন জাদুকর লিয়নেল মেসি। ফলে তার দলও খেলল ছন্নছড়া ফুটবল।

চার মাস পর ক্লাব ফুটবলে সুয়ারেজের প্রত্যাবর্তন / সংগ্রহীত

সবাইকে অবাক করে আলোচিত স্ট্রাইকার লুইস সুয়ারেজকে প্রথম একাদশেই রাখল বার্সেলোনা। চার মাস পর ক্লাব ফুটবলে তার প্রত্যাবর্তন ভালোই হয়। সুয়ারেজের পাস থেকেই গোল করে সফরকারীদের এগিয়ে নেন ব্রাজিলীয় সেনসেশন নেইমার।

কিন্তু শেষ পর্যন্ত তার এ গোল কোনোই কাজে আসেনি বার্সেলোনার। উল্টো, ১১ মিনিটের রিয়াল মাদ্রিদ ঝড়ে লা লিগার পয়েন্ট টেবিলের ৪ পয়েন্টের লিডও হারাতে হয়েছে মেসি অ্যান্ড কোং।

চিরপ্রতিদ্বন্দ্বী দল দু’টির মধ্যকার পয়েন্টের ব্যবধান এখন দাঁড়াল ১-এ। ৯ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমানসংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২১ পয়েন্ট।


স্পোর্টস বিভাগের আরো খবর...
আশ্বাস পেলেও সহযোগিতা পাচ্ছেন না চামেলী! আশ্বাস পেলেও সহযোগিতা পাচ্ছেন না চামেলী!
ম্যাচ সেরা শিরোপা শেন ওয়ার্নকে উৎসর্গ স্যামুয়েলসের ম্যাচ সেরা শিরোপা শেন ওয়ার্নকে উৎসর্গ স্যামুয়েলসের
বীরোচিত জয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বীরোচিত জয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ
অসিদের উড়িয়ে বিশ্বকাপ জিতলো উইন্ডিজ মেয়েরা অসিদের উড়িয়ে বিশ্বকাপ জিতলো উইন্ডিজ মেয়েরা
বৃষ্টিতে ফাইনাল না হলে কী হবে? বৃষ্টিতে ফাইনাল না হলে কী হবে?
বিশ্বকাপ জিতে বিদ্রুপের জবাব দিতে চান স্যামি-গেইলরা বিশ্বকাপ জিতে বিদ্রুপের জবাব দিতে চান স্যামি-গেইলরা
সাকিবের রেস্তোরাঁয় প্রোটিয়াদের ডিনার সাকিবের রেস্তোরাঁয় প্রোটিয়াদের ডিনার
বৃষ্টি : শঙ্কায় প্রথম ওয়ানডে বৃষ্টি : শঙ্কায় প্রথম ওয়ানডে
বাংলাদেশের সাকিব, সালমা, ক্রিকেটের প্রশংসায় মোদি বাংলাদেশের সাকিব, সালমা, ক্রিকেটের প্রশংসায় মোদি
প্রধানমন্ত্রীই দেবেন দুই কোটি, মাশরাফিরা মোট পাচ্ছেন আট কোটি প্রধানমন্ত্রীই দেবেন দুই কোটি, মাশরাফিরা মোট পাচ্ছেন আট কোটি

বার্সেলোনাকে হারিয়ে রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো জয়
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet