অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল বুধবার খুলছে সুপ্রিম কোর্ট। খালেদা জিয়ার কয়েকটি মামলা, কামারুজ্জামানের রিভিউর শুনানিসহ বেশকয়েকটি গুরুত্বপূর্ণ মামলার কারণে সরগরম হয়ে উঠবে আদালত প্রাঙ্গণ।
সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারের অফিস সূত্রে জানা যায়, এ মাসেই খালেদা জিয়ার কয়েকটি মামলাসহ দেড় ডজন গুরুত্বপূর্ণ মামলা শুনানির জন্য কার্যতালিকায় উঠেছে। এর মধ্যে আদালত খোলার প্রথম সপ্তাহে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিতের আবেদনসহ কমপক্ষে আটটি আবেদনের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এ ছাড়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের রিভিউর শুনানি, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী ও মীর কাসেম আলীর আপিলের শুনানি হতে পারে। তা ছাড়া বিএনপির নিখোঁজ নেতা সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে রুলের শুনানি অপেক্ষমাণ রয়েছে।