আগামী ১৫ এপ্রিল পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় আসছে। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে সাকিব আল হাসানের খেলা নিয়ে তাই তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
কলকাতা নাইট রাইডার্সের জন্য সুখের খবর এই যে, আইপিএলের শুরুতে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে পাচ্ছে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইপিএলের প্রথম দুই ম্যাচ খেলার অনুমতি দিয়েছে সাকিবকে।
৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলে অংশ নিতে আগামী ২ এপ্রিল বৃহস্পতিবার কলকাতায় যাওয়ার কথা সাকিবের। ইডেন গার্ডেন্সে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতার প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। এর পর ১১ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাঠে খেলবে কলকাতা নাইট রাইডার্স। গতবার ২২৭ রান করে ও ১১ উইকেট নিয়ে ‘কেকেআর’র শিরোপা জয়ে বড় অবদান রাখা সাকিব আপাতত এ দুই ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন।
এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘কলকাতার হয়ে প্রথম দুই ম্যাচ খেলে ১২ এপ্রিল ঢাকায় ফিরবেন সাকিব। সামনে পাকিস্তান সিরিজ। তাই তাঁকে আপাতত এ দুটি ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়েছে।’
বাংলাদেশ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। সূচি এখনো ঠিক হয়নি, তবে এ সিরিজ শেষ হওয়ার কথা ১৩ মে। তাই ১৪ আর ১৬ মে লিগ পর্বে কলকাতার শেষ দুই ম্যাচে খেলার সুযোগ পেতে পারেন সাকিব। কেকেআর সেমিফাইনালে উঠলে তাঁর ম্যাচসংখ্যাও বাড়তে পারে।
পাকিস্তান সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে চার দলের বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট। এ প্রতিযোগিতায় অবশ্য খেলতে পারছেন না বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে দুটি ফিফটিসহ ১৯৬ রান করার পাশাপাশি ৮ উইকেট নেওয়া সাকিব।