রাজশাহীর শাহ মুখদুম বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান সেসনা ডি-১৫২ বিধ্বস্ত হয়েছে। এতে প্রশিক্ষণার্থী পাইলট তামান্না রহমান (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় পাইলট লে. কর্নেল (অব.) সাঈদ কামাল দগ্ধ হয়েছেন।
বুধবার দুপুর দু’টার দিকে রাজশাহীর শাহ মুখদুম বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।
রাজশাহীর শাহমখদুম থানার এসআই হারুন জানান, বুধবার দুপুরে রানওয়েতে প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে গেলে এটি বিধ্বস্ত হয়। ওই সময় বিমানটিতে তারা দুজনেই ছিলেন।
আহত সাঈদ কামালকে রাজশাহী সেনানিবাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে তাঁকে বিকালে এয়ার আম্বুলেন্সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাবুর রহমান জানান, দুপুর দু’টার দিকে প্রশিক্ষক পাইলট সাঈদ কামাল ও শিক্ষানবিশ পাইলট তামান্নাকে নিয়ে বিমানটি উড্ডয়ন করে। এর তিন মিনিট পরই বিমানটি জরুরি ভিত্তিতে অবতরণের চেষ্টা করে। এ সময়ই বিমানে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই তামান্না রহমান দগ্ধ হয়ে মারা যান। প্রশিক্ষক সাঈদ কামাল গুরুতর দগ্ধ হন। তাঁর শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে বলেও জানান ব্যবস্থাপক।
নিহত তামান্না রহমানের বাবা স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক, পেশায় চিকিৎসক। বাড়ি টাঙ্গাইলে, থাকতেন ঢাকার নিকুঞ্জ-২ এলাকায়। চার বছরের কোর্সের তৃতীয় বছর চলছিল নিহত তামান্নার।