রাশিয়ার দূর পূর্বাঞ্চলে পশ্চিম মহাসাগরের কাছে কামচাটকা উপদ্বীপের কাছে রাশিয়ার একটি ট্রলার ডুবে এপর্যন্ত ৫৪ জন মারা গেছেন। খবর বিবিসির।
বুধবার রাতে ডুবে যাওয়া দানিয়েল ভস্তক ফ্রিজার নামে মাছ ধরার বাণিজ্যিক ঐ ট্রলারটিতে ১৩২ জন যাত্রী ছিলেন।
তাদের মধ্যে ৭৮ জন রাশিয়ার নাগরিক, বাকিরা লাটভিয়া, ইউক্রেন, মিয়ানমার ও ভানুয়াতুর।
রাশিয়ার জরুরি বিভাগ বলছে সাগরে ভেসে থাকা শৈলশিলার সংঘর্ষে ট্রলারটির তলা ফুটো হয়ে যায়।
এতে ট্রলারটির ইঞ্জিন কক্ষে পানি ঢুকে ১৫ মিনিটের মধ্যে ডুবে যায় ট্রলারটি।
একটি উদ্ধারকারি হেলিক্পটার ও কয়েকটি জাহাজের মাধ্যমে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
এ পর্যন্ত ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার পাওয়া ব্যক্তিরা হাইপোথার্মিয়া’য় ভুগছেন বলে জানিয়েছে জুরুরি বিভাগ।
নিখোঁজ রয়েছেন ১৫ জন, যাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।