বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক বছরেরও বেশি সময় পর আবারও জনসমক্ষে হাজির হলেন কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো। গত প্রায় ১৪ মাস ধরে তাকে কোথাও দেখা যায়নি।
কিউবার স্থানীয় একটি স্কুলে ভেনেজুয়েলার একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করার সময় তাকে আবার দেখা গেছে।
মি.ক্যাস্ট্রোর বয়স হয়েছে ৮৮ বছর। কিউবার সংবাদ মাধ্যমগুলোতে তাকে এখনও পূর্ণ উদ্যমী বলে উল্লেখ করা হচ্ছে।
ফিদেল ক্যাস্ট্রো ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট উগো চাভেজের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।
ভেনেজুয়েলা খুব অল্প দামে কিউবার কাছে তেল সরবরাহ করে থাকে। বিনিময়ে কিউবা সরবরাহ করে থাকে চিকিৎসক ও শিক্ষকদের মতো দক্ষ পেশাজীবী।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে এই দুটো দেশের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়।
ক্যাস্ট্রো এখন
মি.ক্যাস্ট্রোকে সর্বশেষ দেখা গেছে ২০১৪ সালের জানুয়ারি মাসে যখন তিনি রাজধানী হাভানায় একটি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করছিলেন।
এবার মি.ক্যাস্ট্রোর যেসব ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে একটি গাড়ির চেয়ারে বসে জানালা দিয়ে তিনি ভেনেজুয়েলার প্রতিনিধিদের সাথে করমর্দন করছেন।
এসময় তারা মাথায় ছিলো একটি বেজবল টুপি আর পরনে পাতলা একটি জ্যাকেট।
শারীরিক অসুস্থতার কারণে ফিদেল ক্যাস্ট্রো ২০০৬ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। তার দুবছর পর তিনি অবসরে যাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং ক্ষমতা হস্তান্তর করেন তারই ছোট ভাই ৮৩ বছর বয়সী রাউল ক্যাস্ট্রোর কাছে।
মাঝে মধ্যে তিনি সংবাদপত্রে কলাম লেখেন তবে জনসমক্ষে তার হাজির হওয়ার ঘটনা খুবই বিরল। সূত্র: বিবিসি বাংলা