দেশের সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার নিয়মিত মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এমন নির্দেশনা দেন। একই সাথে কালবৈশাখীসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন শেখ হাসিনা।
দুপুরে পটুয়াখালী ও নেত্রকোনা জেলা এবং বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ সময় সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নকাজের খবর নেন। সরকারের প্রতিশ্রুত বিভিন্ন কাজ দ্রুত শেষ করারও তাগিদ দেন তিনি।
জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত জোটের টানা আন্দোলনের মধ্যে দেশের অনেক ক্ষতি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সহায়তায় সরকার এই পরিস্থিতি থেকে বের হয়ে এসেছে। সামনের দিনে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সবাইকে কঠোর পরিশ্রমের আহ্বান জানান তিনি। জনগণের সেবা দেওয়ার বিষয়ে কোনো ধরনের গাফিলতি যেন না হয় সে বিষয়েও তাগিদ দেন শেখ হাসিনা।