ভূমিকম্পের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ঢাকার সাভারে এক পোশাক শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক শ্রমিক। আজ শনিবার সাভারের আল মুসলিম গ্রুপের পোশাক কারখানার এই ঘটনা ঘটে। আহত শ্রমিকদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূমিকম্পে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুকরা মদন মোহন একাডেমির তিনতলা ভবনে ফাটল দেখা দিয়েছে।
এ ছাড়া নারায়ণগঞ্জে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় শহরের ভবনগুলোর মানুষ ভয়ে ও আতঙ্কে দ্রুত নিচে নেমে যান। পোশাক কারখানার শ্রমিকেরাও কাজ ফেলে নিচে নেমে যান। জেলার সোনারগাঁ, বন্দর, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলায় ভূমিকম্পের সময় নদী ও পুকুরের পানি এক থেকে দুই ফুট উঁচুতে উঠে যায়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।
আজ শনিবার দুপুর ১২টা ১১ মিনিটে দেশের বিভিন্ন স্থানে বেশ কিছুক্ষণ ধরে ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের লামজুং থেকে ৩৫ কিলোমিটার পূর্বের একটি এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৯। ভারত ও ইউরেশিয়া প্লেটের সংঘর্ষে এ ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ১১ দশমিক ৯ কিলোমিটার গভীরে।
ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, ফরিদপুর, যশোর, খুলনা, দিনাজপুর, মৌলভীবাজার, পঞ্চগড়, কিশোরগঞ্জ, মেহেরপুর, নেত্রকোনা, বগুড়া, গাজীপুর, সাতক্ষীরাসহ দেশের বেশির ভাগ স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। সূত্র- এনটিভি।